Get 20% off this month when you try our services!
খবর বঙ্গবার্তা for Daily News Updates
Stay informed with accurate news from India and beyond.
খবর বঙ্গবার্তা for Daily News Updates
Stay informed with accurate news from India and beyond.
Get 20% off this month when you try our services!
Stay informed with accurate news from India and beyond.
Stay informed with accurate news from India and beyond.
"খবর বঙ্গবার্তা" বলে মানুষের কথা। ডান নয়, বাম নয় মানুষের মুখপত্র। সাধারণের চাহিদা, জনগণের দাবিপূরণের আওয়াজ তুলবে বঙ্গবার্তা। খবর চাপতে নয় খবর ছাপতে বিশ্বাস করি আমরা। দাদা-দিদি অথবা কোন রাজনীতির রংয়ের কাছে বশ্যতা নয়, আমরা জনগণের পক্ষে। আপনার কথা শুনছে না জনপ্রতিনিধি অথবা প্রশাসন, জানান আমাদের। সাদাকে সাদা কালোকে কালো চিহ্নিত করে সে কথা তুলে ধরবো আমরা। নির্ভীক সততা, ও মূল্যবোধ বঙ্গবার্তার অঙ্গীকার।
ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে (Bangladesh) নির্বাচন হওয়া উচিত। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সেদেশের অন্তর্বর্তী সরকারের (Interim government) উপর চাপ সৃষ্টি করে এমনটাই জানালেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (Army Chief General Waker-Uz-Zaman) ।)।
বুধবার ঢাকায় সেনানিবাসের সেনা প্রাঙ্গনে এক অনুষ্ঠানে জেনারেল ওয়াকার বলেন, ‘নির্বাচন প্রসঙ্গে আমার অবস্থান আগেই মতোই রয়েছে। তাছাড়া দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার কেবলমাত্র একটি নির্বাচিত সরকারেরই রয়েছে।’ প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর থেকেই বারবার সংস্কারের কথা বলে নির্বাচনের প্রসঙ্গ এড়িয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। যা নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে বিএনপি সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলির মধ্যে। মঙ্গলবারই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ তুলেছিলেন, সুপরিকল্পিতভাবে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার চক্রান্ত করছে ইউনূসের সরকার। তাঁর এই অভিযোগের পরই এবার সেনাপ্রধানের এই মন্তব্য সামনে এল।
বাংলাদেশের সংস্কার প্রসঙ্গেও জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘কী সংস্কার হচ্ছে, কীভাবে হচ্ছে, এ বিষয়ে কিছু জানা নেই। এ বিষয়ে আমার সঙ্গে কোনও পরামর্শ বা আলোচনা করা হয়নি।’ পাশাপাশি তিনি এও উল্লেখ করেছেন যে, ‘বাংলাদেশের সেনাবাহিনী কখনই এমন কোনও কার্যকলাপে যুক্ত হবে না, যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর।’ এছাড়া মায়ানমারের রাখাইন প্রদেশের সঙ্গে ‘মানবিক করিডর’ স্থাপন নিয়েও মুখ খুলেছেন সেনাপ্রধান। তিনি বলেন, ‘রাখাইন রাজ্যে মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারকেই নিতে হবে। এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই। জাতীয় স্বার্থ রক্ষা করে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যা করার করতে হবে।’
বালুরঘাট: একসঙ্গে দুই জায়গার ভোটার তালিকায় (Voter list) নাম রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) স্ত্রীর। একটি রয়েছে বাপের বাড়ি জলপাইগুড়িতে (Jalpaiguri)। অন্যটি রয়েছে শ্বশুরবাড়ি বালুরঘাটে (Balurghat)। জানা গিয়েছে, জলপাইগুড়ির ভোটার তালিকায় কোয়েল চৌধুরী নাম রয়েছে। কিন্তু বালুরঘাটে রয়েছে আবার কোয়েল মজুমদার নামে। বিজেপির রাজ্য সভাপতির স্ত্রীর দুই জায়গার ভোটার কার্ডে নাম থাকার বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির রাজ্য সভাপতিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। যদিও বিতর্ক বাড়তেই এনিয়ে মুখ খুলেছেন সুকান্ত।
দীর্ঘ দিন আগেই জলপাইগুড়ির বাসিন্দা কোয়েল চৌধুরীকে বিয়ে করেন সুকান্ত মজুমদার। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি থেকে বালুরঘাটে ভোটার কার্ড স্থানান্তরিত করেন কোয়েল চৌধুরী। কিন্তু অভিযোগ, নির্দিষ্ট নিয়ম মেনে ভোটার কার্ড স্থানান্তরিত করার পরও বাপের বাড়ি জলপাইগুড়ির ভোটার তালিকা থেকে কোয়েল চৌধুরীর নাম কাটা পড়েনি। প্রায় সপ্তাহখানেক আগেই বিষয়টি নজরে আসে। এরপরই নির্বাচন কমিশনে সুকান্তর স্ত্রী নিজেই জলপাইগুড়ির ভোটার তালিকা থেকে নাম বাতিলের জন্য আবেদন করেছেন।
এপ্রসঙ্গে সুকান্তকে নিশানা করে তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি সুভাষ চাকি বলেন, ‘বিষয়টি সামনে আসতেই তড়িঘড়ি নাম কাটানোর বিষয়টি ফলাও করে বলছেন সুকান্ত। তিনি দলের প্রভাব খাটিয়েই বালুরঘাটের ভোটার তালিকায় স্ত্রীর নাম তুলেছেন। এটা অস্বীকার করতে পারবেন না তিনি। দু’জায়গায় নাম থাকলে এবং ভোট দিলে সেটি আইনত দণ্ডনীয়। এই বিষয়টি পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের তরফে উল্লেখ রয়েছে।’
অন্যদিকে এনিয়ে সুকান্ত মজুমদার বলেন, ‘আমার স্ত্রী বিয়ের আগে জলপাইগুড়ি বাসিন্দা ছিলেন। বিয়ের পর নিয়ম অনুযায়ী আবেদন করে তাঁর নাম ট্রান্সফার করা হয় বালুরঘাটে। যদি আগের জায়গায় নাম কাটা না হয়, তার দায় প্রশাসনের। কারণ এই কাজ প্রশাসন করে থাকে। তবে তৃণমূল প্যাঁচে ফেলতে পারে, তাই আমি নিজেই আমার স্ত্রীকে দিয়ে নির্বাচন কমিশনে আগের জায়গার নাম কাটার জন্য আবেদন করিয়েছি।’
We believe that a business with a great media team can make an impact on the world. Take the first step: contact us, and together, we will help you get your message to the world.
Sushrut Nagar Post Office, NBMC Road, Sushrutnagar, Thiknikata, Siliguri, West Bengal, India
Open today | 09:00 am – 05:00 pm |
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.